সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড

সমকাল প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:০০

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিড উপকেন্দ্রে বারবার অগ্নিকাণ্ডের পেছনে রেগুলার প্রোপার মেইনটেন্যান্স (যথাযথ রক্ষণাবেক্ষণ) না থাকাকে দায়ী করা হচ্ছে। বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে এমন অভিযোগ তোলা হচ্ছে। তবে পাওয়ার গ্রিড উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দাবি, ইকুয়েপমেন্ট (সরঞ্জাম) ফেল করায় আগুনের উদ্ভব হয়।

মাত্র এক দিনের ব্যবধানে দুই দফা অগ্নিকাণ্ড হয় ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিড উপকেন্দ্রে। গত মঙ্গলবারের অগ্নিকাণ্ডে ১৭ ঘণ্টা ভোগান্তির পর বৃহস্পতিবার সকালে ফের অগ্নিকাণ্ড ঘটে। এতে সাত ঘণ্টা ময়মনসিংহ জেলায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল। পাওয়ার গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডে ভোগান্তি পোহাতে হয় শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার গ্রাহকদেরও। গত মঙ্গলবার অগ্নিকাণ্ডে উপকেন্দ্রের জাতীয় গ্রিডের একটি ৮০/১২০ এমভিএ পাওয়ার ট্রান্সফরমার ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। এর এক দিন না যেতেই বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি লাইন মেরামত শেষে চেক করার পর গ্রিডের কাছে লাইন চালুর অনুমতি চাওয়া হয়। কিন্তু সকাল ১০টা ২০ মিনিটের দিকে লাইন চালুর সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের সুইচ, কেবল, টিওয়ান ট্রান্সফার ক্ষতিগ্রস্ত হয়। দুই দফা আগুনে প্রায় একশ' কোটি টাকা ক্ষতি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন বিদ্যুৎ বিভাগে কর্মরত এক আবাসিক প্রকৌশলী। গুরুত্বপূর্ণ জাতীয় গ্রিডে দুই দফা এমন অগ্নিকাণ্ড ভাবনায় ফেলেছে সবাইকে। কাদের ত্রুটি ও উদাসীনতার কারণে বারবার দুর্ঘটনা, তা খুঁজে বের করার দাবি জানিয়েছেন গ্রাহকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us