দেশের প্রধান নদীগুলোর নাব্যতা ধরে রাখতে সরকারি টাকায় প্রায় প্রতিবছর কেনা হয় ড্রেজার। কিন্তু সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের বেশিরভাগ সময় এগুলো থাকে অকেজো কিংবা নষ্ট। এ কারণে নদী খননের কাজ সেভাবে হয় না। তাই নাব্যতা কমতে থাকে দ্রুত। ফলে পানি ধারণের ক্ষমতা হারায় নদী।