মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে লেবাননের রাজধানী বৈরুতে আটকাপড়া ৪১২ বাংলাদেশি নাগরিককে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে আজ দেশে ফিরিয়ে এনেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমানের এক কর্মকর্তা ঢাকা টাইমসকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৈরুত থেকে ৪১২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে।
লেবাননের রাজধানী বৈরুত থেকে বাংলাদেশি নাগরিকদের বিমানের বিশেষ ফ্লাইটে ফেরানো এটি সপ্তম ফ্লাইট। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের উদ্যোগে নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ৪১২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছে।