যে কারণে মাঝপথে বন্ধ হলো অক্সফোর্ড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৩
হঠাৎ করেই মঙ্গলবার অ্যাস্ট্রাজেনিকা তাদের চ্যাডক্স-১ অক্সফোর্ড ভ্যাকসিনটির তিনটি দেশে পরিচালিত শেষ ধাপ বা ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। কারণ হিসেবে তারা বলেছে, যুক্তরাজ্যের ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে একজন হঠাৎ করে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে।
তারা এখন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান চালাবে এটা দেখার জন্য যে এই অসুস্থতাটা কী ভ্যাকসিন থেকে হয়েছে না কি অন্য কোনো কারণে। অ্যাস্ট্রাজেনিকা অবশ্য এই ‘মারাত্মক অসুস্থতার’ ধরণ সমন্ধে পরিস্কারভাবে কিছু বলেনি।