সৌভাগ্যের মাছের মৃত্যুতে শোক জানালেন জাম্বিয়ার প্রেসিডেন্ট

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০৬

জাম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের পুকুরে বাস করা মাফিশি নামক একটি বিশালাকার মাছকে সৌভাগ্যের মাছ বলে মনে করা হতো। সম্প্রতি মাছটি মারা গেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছে পুরো দেশের মানুষ। মাছটির মৃত্যুতে দেশটির প্রেসিডেন্ট এডগার লুঙ্গুও শোক প্রকাশ করেছেন।
মাছটির মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে এক পোস্টে মহাত্মা গান্ধীর এক বাণী উল্লেখ করেন জাম্বিয়ার প্রেসিডেন্ট এডগার লুঙ্গু। পোস্টে তিনি লেখেন, একটি জাতি কিভাবে তার প্রাণীদের সঙ্গে আচরণ করে তার মধ্যে দিয়ে তাদের বিশালতা ও নৈতিক সমৃদ্ধি প্রকাশ পায়। আমি আনন্দিত যে, তুমি একটি উপযুক্ত বিদায় পেয়েছো। আমরা সবাই তোমাকে মিস করবো।

কপারবেল্ট ইউনিভার্সিটির (সিবিইউ) ক্যাম্পাসে সৌভাগ্যের মাছের মৃত্যুর শোকে মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীরা। এছাড়া একটি শোক র‍্যালীর আয়োজন করে তারা। আফ্রিকা মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত দেশটির টুইটারে হ্যাশট্যাগ মাফিশি পোস্টটি শীর্ষে অবস্থান করছে। গত দুই দশক ধরে সিবিউ এর শিক্ষার্থীরা মনে করেন, পরীক্ষায় তাদের জন্য সুভাগ্য বয়ে আনে মাফিশি নামের এই মাছটি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us