You have reached your daily news limit

Please log in to continue


লক্ষ্মীপুরে বন্যায় প্রাণী ও মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি

মেঘনা নদীর দুই দফার অস্বাভাবিক জোয়ারে লক্ষ্মীপুর জেলার কমলনগর ও রামগতি উপজেলায় সহস্রাধিক পুকুর ও ঘেরের প্রায় দুই কোটি ৭০ লাখ টাকার মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। এতে এই খাতে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়া জোয়ারে ভেসে ও পানিতে মারা গেছে হাঁস-মুরগি ও গরু-ছাগলসহ প্রায় ৮০ লাখ টাকার গবাদিপশু। জানা গেছে, পূর্ণিমার প্রভাবে গত ৫ আগস্ট প্রথম দফায় এবং অমাবস্যার প্রভাবে দ্বিতীয় দফায় মেঘনার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট বেড়ে যায়। এতে নদীর তীরবর্তী কমলনগর উপজেলার মতিরহাট, নাছিরগঞ্জ, কাদির পন্ডিতেরহাট, চরজগবন্ধু, মাতাব্বরহাট, লুধুয়া ফলকন ও পাটারীরহাট এবং রামগতি উপজেলার বালুরচর, সুজনগ্রাম, জনতা বাজার, মুন্সীরহাট, সেবাগ্রাম, চরআলগী, বড়খেরী, চরগাজী, চরগজারিয়া, চর মুজাম্মেল ও তেলিরচর এলাকা পানির নিচে তলিয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন