You have reached your daily news limit

Please log in to continue


বনানীর সামরিক কবরস্থানে সমাহিত হবেন কে এস ফিরোজ

নন্দিত অভিনেতা কে এস ফিরোজ আর নেই। আজ বুধবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহ..... রাজিউন। করোনায় আক্রান্ত ছিলেন কে এস ফিরোজ। করোনার বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনেই চলছে তার দাফন প্রক্রিয়া। কে এস ফিরোজের মেয়ে নাদিয়া ফিরোজ জানান, বনানী সামরিক কবরাস্থানে কে এস ফিরোজের জানাজা হবে আজ বুধবার বাদ জোহর। এরপর সেখানেই সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্থানে তাকে দাফন করা হবে। তার পারিবারিক নাম মেজর (অব.) খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ। দর্শকের কাছে তিনি কে এস ফিরোজ নামেই পরিচিত। দাফনের আগে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা হিসেবে কে এস ফিরোজকে সর্বশেষ শ্রদ্ধা নিবেদন করবে সশস্ত্র বাহিনী। নাদিয়া ফিরোজ আরও জানান, তার বাবা গেল কয়েকদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তিনি নিউমোনিয়ার ইঞ্জেকশন নিতে আইসিডিডিআরবিতে যান। সেখান থেকে ফিরেই জ্বরে আক্রান্ত হন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন