চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বৈশ্বিক মহামারীতে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত। সেই সঙ্গে মৃতুর হারও আশঙ্কাজনক। লাখ লাখ মানুষের মৃত্যুর মিছিল থামছে না। করোনার ভয়াবহতা ক্রমেই বেড়েই চলেছে। এ অবস্থায় সচেতনতা ও সাবধানতাই রক্ষা করতে পারে। বিশেষ করে নিত্য ব্যবহার্য জিনিস স্মার্টফোন থেকেও সাবধান থাকতে হবে। আমাদের ব্যবহৃত স্মার্টফোন থেকেও ছড়াতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস।
গবেষণায় দেখা গেছে কমোডের সিটে যে পরিমাণ ব্যাকটেরিয়া থাকে গড়ে তার চেয়েও ১০ গুণ বেশি জীবাণু বহন করে আমাদের স্মার্টফোন। এ অবস্থায় যদি যোগ হয় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তাহলে তো চিন্তার আর অন্ত নেই।