মাদকে বাধা দেয়ায় স্কুলশিক্ষককে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৮:২১
গাজীপুরের শ্রীপুরে স্কুলশিক্ষক রাসেল রানা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইমরান হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের দুইদিন পর প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার রাতে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ইমরানকে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হত্যাকাণ্ডের পর থেকে ইমরানসহ তার সহযোগীরা পলাতক ছিল। পরে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে অবস্থান নিশ্চিত হয়ে ভালুকার জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশকে তথ্য দেয়ার সন্দেহে গত শনিবার সন্ধ্যায় রাসেল রানাকে তুলে নিয়ে গিয়েছিলেন ইমরানসহ তার সঙ্গীরা। পরদিন সকালে উপজেলার দক্ষিণ বারোতোপা গ্রামের লবলং (বিলাইঘাটা) পাড় থেকে রাসেলের লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল। রাসেল রানা (২৮) শ্রীপুরের সিংদীঘী গ্রামের সুজন আলীর ছেলে।