তাজমহল বন্ধ থাকায় ৬ মাসে আগ্রার পর্যটন শিল্পে ক্ষতি ₹২,২০০ কোটি
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫০
২১ সেপ্টেম্বর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে তাজমহলের দরজা। করোনা সংকটের কারণে লকডাউনে ৬ মাস বন্ধ ছিল। তবে, দিনে ৫ হাজারের বেশি পর্যটক ঢোকার অনুমতি নেই।
লকডাউনের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে ২১ সেপ্টেম্বর থেকে আগ্রার ধর্মীয় স্থানগুলি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। খুলবে কলেজ, প্রশিক্ষণ কেন্দ্রগুলিও। খোলার তালিকায় রয়েছে তাজমহলও। নামমাত্র বিধিনিষেধ বজায় রেখে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকণ্ডের অনুমতিও মিলবে নির্ধারিত ওই দিনটি থেকে। করোনা সংকটের কারণে লকডাউনের জেরে বিগত ছ-মাস ধরে বন্ধ রয়েছে তাজমহল। ২১ সেপ্টেম্বর থেকে পুনরায় তাজমহলের দরজা খুললেও পর্যটকের গতিবিধির উপর কিছু বিধিনিষেধ বলবত্ থাকছে। ঠিক হয়েছে দুই শিফটে ২৫০০ করে সারাদিনে ৫০০০ পর্যটককে তাজমহল দর্শনের সুযোগ দেওয়া হবে। আগের মতো যেমন-খুশি পর্যটক ঢোকানোর অনুমতি আপাতত মিলবে না।