সমুদ্রসৈকত থেকে বালু চুরি করে জরিমানা দিলেন ফ্রান্সের পর্যটক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৪
দামি কোনও বস্তু নয়, বরং বালু। সেটাও আবার বিদেশ থেকে চুরি করে আনা হচ্ছে। এমনই এক ঘটনায় হাতেনাতে ধরা পড়েছেন ফ্রান্সের এক পর্যটক।
তিনি ইতালির সার্ডিনিয়ার সমুদ্রসৈকত থেকে ২ কেজি বালি চুরি করেছিলেন। পরে তাকে ৮৯০ পাউন্ড জরিমানাও দিতে হয়েছে। সার্ডিনিয়া দ্বীপের সাদা ধবধবে সমুদ্রসৈকত অত্যন্ত সুরক্ষিত। এখান থেকে বালি চুরির চেষ্টা করলে পর্যটকদের থেকে মোটা টাকা জরিমানা আদায় করে স্থানীয় প্রশাসন।
এছাড়া এক থেকে ছয় বছর জেলও হতে পারে। প্রশাসনের বক্তব্য, এভাবে বালি চুরি করলে শুধু যে প্রকৃতির ক্ষতি হচ্ছে এমন নয়, সমুদ্রসৈকত সংরক্ষণের কাজও সঙ্কটে পড়ে।