বর্ষার বিদায় আর শীতের আগের সময়টা বড় বেশি অন্যরকম! বর্ষা আর গরমের যেন শেষ হয়েও হয় না। কোথায় যেন একটা রেশ থেকে যায়। শহরে এখনো উষ্ণতা। সকাল বেলাই রোদ ঝলমল। সন্ধ্যার দিকে সামান্য তাপমাত্রা কমে আসে! শরতের এ সময়ে বলা নেই, কওয়া নেই বৃষ্টি হানা দিচ্ছে। ভ্যাপসা গরমে অস্বস্তি তাই কমছেই না। যেমনই হোক আবহাওয়া। তাপমাত্রার পারদ উঠুক কিংবা নামুক, বসে থাকার জো নেই নগরের বাসিন্দাদের।