একসময় জেলেদের উপার্জনের ভরসা ছিলো মেঘনা নদী। সারারাত জেগে জাল ফেলে মাছ ধরা হতো। এই মাছ ভৈরবের মাছের আড়তে বিক্রি করা হতো। এভাবে সংসারের পুরো খরচ মিটিয়ে জমানো হতো কিছু টাকা।