ড. বিজনকে বেতন দিতে পারছে না গণস্বাস্থ্য, সময় কাটে লেখালেখিতে
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১২:০০
ওয়ার্ক পারমিট ও ভিসা জটিলতার কারণে গবেষণার কাজ থেকে বিরত আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ শনাক্তকরণ কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লোট’ এর উদ্ভাবক দলের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। তাই কর্মব্যস্ত জীবনে বর্তমানে তার সাময়িক ‘অখণ্ড অবসর’ কাটছে লেখালেখি করে। একই জটিলতার কারণে তাকে বেতনও দিতে পারছে না গণস্বাস্থ্য কেন্দ্র। তবে তাদের আশা, খুব অল্প সময়ে সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিনি কাজেও ফিরতে পারবেন।
বিজ্ঞানী ড. বিজন কুমার শীল জন্ম সূত্রেই বাংলাদেশি নাগরিক। কিন্তু দেশে দ্বৈত নাগরিকের বিধান না থাকার কারণে ২০০২ সালে সিঙ্গাপুরের সিভিল সার্ভিসে যোগদানের সময় নিয়ম অনুযায়ী তিনি বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দেন। ২০১৯ সালে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন তিনি।