শুধুই কি হুমকি ও অসদাচরণের জন্য কর্মস্থল ছেড়েছিলেন নারী ইউএনও?

কালের কণ্ঠ প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬

কুষ্টিয়ার খোকসা উপজেলার এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি হুমকি দেওয়ার অভিযোগ আনেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। চলতি বছরের ৩ মে তিনি প্রতিকার চেয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের কাছে একটি চিঠি দেন। কিন্তু জেলা প্রশাসক ওই চিঠির বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় এক মাস পরেই তিনি বদলি হয়ে অন্যত্র চলে যান।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহল সুবিধা না পেয়ে তাকে বদলি করে দেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ইউএনও হিসেবে খোকসা উপজেলায় যোগ দিয়ে তিনি নানা অনিয়মে জড়িয়ে পড়ার পর তাকে বদলি করে দেওয়া হয়। তবে সে সময় ওই ইউএনও অব্যাহত হুমকির মুখে নিজের নিরাপত্তার জন্য বাসায় দুজন গ্রাম পুলিশ নিয়োগ দিয়েছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us