মহামারি করোনার কারণে ব্যবসার মন্দা অবস্থা। এ অবস্থায় যে কোনো মুহূর্তে প্রায় এক হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাই হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ কফিহাউজ চেইন ‘কস্টা কফি’। নিজেদের অস্থিত্ব বাঁচাতেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ এই কোম্পানিটি। বিবিসি জানায়, এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে কস্টা কফি। কোম্পানিটি বলছে, বৃটেনজুড়ে তাদের যত ব্যবসা রয়েছে সব জায়গা থেকে ‘এসিস্ট্যান্ট স্টোর ম্যানেজার’ পদটি বাতিল করবে তারা। বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির যে প্রভাব ব্যবসায় পড়েছে তা এখনো অব্যাহত রয়েছে। ফলে কোম্পানির পক্ষে তার সকল কর্মীর চাকরি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। কস্টা কফি