সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

সমকাল প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০১

সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল হক ছানাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত দলীয় প্যাডে এই তথ্য জানানো হয়।

সাঁথিয়া থানা সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীনে সাঁথিয়ার কোনবাড়িয়া থেকে পাটগাড়ী পর্যন্ত সড়ক নির্মাণের কাজ পায় এমএম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। গত শনিবার ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট সুপারভাইজার ইয়াসিন আলী শ্রমিকদের নিয়ে কোনবাড়িয়া ইছামতি নদীর ডাইকে কাজ করতে গেলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা তার দলবল নিয়ে বাধা দেন। এ সময় তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। নইলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইয়াসিন আলীকে ভয়ভীতি দেখিয়ে মারধর এবং রোলারের চাবি কেড়ে নেওয়া হয়। এ ঘটনায় প্রকল্প ম্যানেজার প্রহদ্মাদ কুমার থানায় অভিযোগ করতে গেলে সেখানেও হাসিবুল খান ছানা গিয়ে কেন তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে বলে হুমকি-ধমকি ও গালাগাল করে আবারও মারধর করেন। এবার মারধরের শিকার হন প্রহদ্মাদ কুমার। ফলে থানার মধ্যেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us