করোনায় বিপন্ন শিক্ষা ও শিক্ষা উদ্যোক্তা: ভবিষ্যৎক কে বাঁচাবে?

বণিক বার্তা প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০১

ঢাকার পথে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম বেশ কিছুদিন আগে, আমার সাত বছর বয়সী শিশুসন্তান আমার পাশের সিটে বসেছিল। সে একটি বার্গার খাচ্ছিল। গাড়ি যখন সিগনালে থামল, তখন কাচের ওপাশ থেকে একটি শিশু হাত বাড়িয়ে বার্গারটি পেতে চাইল। আমার সন্তান তখন ভয়ে কিছুটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে বার্গারটি দিয়ে দিল। এরপর একে একে ওই পথশিশুর দেখাদেখি তার সহশিশুরাও দৌড়ে আসতে শুরু করলে আমার শিশুর নিরাপত্তার স্বার্থে গাড়ির কাচ তুলে দিলাম। গাড়ি টান দিলে আমার সন্তান জানতে চাইল, বাবা, বাকিদের দিবে না? ওই শিশুদের নিয়ে আমি আমার সন্তানের সঙ্গে আলাপ করলাম কিছুক্ষণ। আমার সন্তান আমাকে বলল, দেখেছ বাবা, ওরা কত অসহায়! আমি বললাম, ওরা আজ যেমন অসহায়, তেমনি একদিন তুমিও ওদের কাছে অসহায় হয়ে যেতে পারো। ছেলে জানতে চাইল, কীভাবে? আমি বললাম, ওদের আজকের ভিক্ষার কোমল হাতটি বদলে গিয়ে একদিন হয়ে উঠতে পারে ছিনতাইয়ের হাত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us