মৃত্যুর ৭৬ বছর পর সমকামী যাজককে সম্মান

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:২০

বার্লিনে প্রটেস্ট্যান্টদের গির্জা ইমানুয়েলকির্শেতে ফিরে এলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা যাওয়া সমকামী যাজক ফ্রিডরিশ ক্লাইন৷ নাৎসি আমলে তার প্রতি হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ জানানো হলো ৭৬ বছর পর৷

বার্লিনের প্রেনৎসাওয়ার জেলার এক গির্জার যাজক ছিলেন ফ্রিডরিশ ক্লাইন৷ ১৯৪২ সালে হিটলারের সামরিক ট্রাইব্যুনাল সমকামিতা এবং যৌন অনাচারের অভিযোগে তাকে ট্রোজাউ আন ডেয়ার এলবের সামরিক কারাগারে পাঠায়৷ দু বছর পর হিটলার বাহিনীর পরাজয় নিশ্চিত হতে থাকলে শাস্তি স্থগিত করে ইস্টার্ন ফ্রন্টে যুদ্ধে পাঠানো হয় তাকে৷ ধারণা করা হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শীতের কষ্টে এবং রোগে ভুগে মারা যান ক্লাইন৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us