ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ইসলামিয়া বেকারিতে এক শিশু শ্রমিককে বিস্কুট খাওয়ায় লোহার রড দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে বেকারির ওই শিশু শ্রমিক স্থানীয় কয়েকজনকে নির্যাতনের বিষয়টি জানালে নির্যাতনের ওই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা ছুটে যান ওই বেকারিতে।