ছোট ছোট গাছ। সেই গাছে ঝুলছে রসালো সব ফল। কোনো গাছে ধরে আছে আম, আবার কোনোটাতে ঝুলছে- লটকন, পেয়ারা, জাম্বুরা, কলা, মাল্টা, কমলাসহ বিভিন্ন ধরনের ফল। শুধু ফল নয়, আছে বিভিন্ন রকমের ফুল, ক্যাকটাস, বনসাইসহ দেশি-বিদেশি হরেক রকমের গাছ। আর এসব কিনতে বা দেখতে প্রতি বছর জুনে মাসব্যাপী রাজধানীর শেরে বাংলানগরের বাণিজ্য মেলার মাঠে ভিড় করতেন বৃক্ষপ্রেমীরা। তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এ বছর আর দেখা মেলেনি এমন দৃশ্যের। মহামারি করোনা বঞ্চিত করেছে কনক্রিটের নগরী ঢাকার সবুজের মিলন মেলা