পবিত্র আশুরা উপলক্ষে একদিন ছুটি শেষে দেশের সর্ববৃহত্তম বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০ টা থেকে এ পথে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে দেখা যায়। এর আগে গত ৩০ আগস্ট আশুরায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে বাণিজ্য বন্ধ ছিল।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, বন্দরে আটকে পড়া পণ্য ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।