বাসা-বাড়ি থেকে নিয়ে আসা আবর্জনা যাচাই-বাছাইয়ে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন (এসডিএস) করার কথা থাকলেও তা হয়নি। বরং সড়কের পাশে ময়লা ফেলে স্তুপ করে রাখা হয়েছে। আর সেই স্তূপে যাচাই-বাছাইয়ের কাজ করছেন পরিচ্ছন্নতাকর্মীরা। আবর্জনাভর্তি গাড়ি মূল সড়ক দখল করে দাঁড়িয়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। এতে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট আর সড়কের পাশে কাজ করায় এতে সৃষ্ট দুর্গন্ধ ভোগান্তি বাড়াচ্ছে রাজধানীর কামরাঙ্গীরচরের কোম্পানিঘাট এলাকার বাসিন্দাদের।