কারিগরি ত্রুটির কারণে শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের প্রায় ৯ হাজার টেলিফোন বিকল হয়ে পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।বিটিসিএলের জেনারেল ম্যানেজার (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বৃহস্পতিবার বিকাল থেকে শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের ৯১১, ৯১২, ৯১৩ ও ৯১৪ সিরিজের প্রায় নয় হাজার টেলিফোনের অকেজো হওয়ার পর ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।