পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও বন্যা মোকাবিলায় বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় তিন হাজার ২৮০ কোটি টাকা ব্যয়ে ১৩৯টি পোল্ডার (বাঁধ সংলগ্ন খাল) তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ১০টি পোল্ডার তৈরির কাজ শুরু হয়েছে।