মঙ্গলবার থেকে আগের ভাড়ায় গণপরিবহন, অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০, ১২:৩০
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সামগ্রিক পরিস্থিতি ও জনস্বার্থ বিবেচনায় শর্তসাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’ সরকারি বাসভবন থেকে আজ শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সড়ক জোন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকেট সরবরাহকারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বাসে আসন সংখ্যার অত