ফেসবুক প্রতারক চক্রের ১৫ নাইজেরিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আমেরিকান নারী সেনা অফিসারের ভুয়া ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সঙ্গে বন্ধুতা করে প্রতারণা করে চক্রের সদস্যরা। হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর আজ দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছে সিআইডি।সংবাদ সম্মেলনে সিআইডি’র এডিশনাল ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, নিজেকে আমেরিকান আর্মি পরিচয় দিয়ে ফেসবুকে বন্ধুতা গড়ে। পরবর্তীতে মেসেজের মাধ্যমে বলে, সে ইয়েমেন, আফগানিস্তান বা সিরিয়াতে আছে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে। সেখানে যুদ্ধাবস্থা। তার কাছে কয়েক মিলিয়ন ডলার রয়েছে, কিন্তু ওই দেশে যুদ্ধ চলমান থাকায় যেকোনো সময় সেগুলো নষ্ট হতে পারে। তাই বন্ধু হিসেবে সে এগুলো গিফট করতে চায় বা সংরক্ষণে রাখতে চায়। যদি বেঁচে থাকে তাহলে এগুলো পরে ফেরত নেবে বলেও জানায়।মেসেঞ্জারে-হোয়াট্স অ্যাপে গিফট প্যাকেটের ছবি পাঠায়। পরবর্তী মেসেজে যেকোনো একটি এয়ারলাইনসে গিফট প্যাকেটটি বুকিং দেয়া হয়েছে এরকম রশিদের ছবি পাঠায়। পরে কাস্টমস অফিসার পরিচয়ে ফোন দিয়ে ভ্যাট বাবদ বিভিন্ন ধাপে টাকা নিতে থাকে। কাস্টমস অফিসার পরিচয় দানকারীরা বাংলাদেশী। একইভাবে বাংলাদেশীদের সহযোগিতায় বিভিন্ন ব্যাংকে হিসাব খুলে প্রতারণার টাকা নেয় এই চক্র।এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হচ্ছে, এনজুবেচুকোউ এউগেন দারা (৩০), চুয়াউমা জন ওকেচুকোউ (৪০), উচেন্না দামিয়ান এমেইসিয়ানি (৩০), চিসম অ্যান্থনি একোয়েঞ্জি (৩৫), সাইমন ইফেচুকোউয়েদে ওকাফর (৩০), হেনরি ওসিতা ওকেচুকোউ (৩১), আইফিনয়ি জনপল চিনউইজে (৩২), ওকেকে পিটার (৩২), এমেকা দোনাতাস (৪৮), গোজি ওনইয়েদো (৪৭), পিটার চিকা আকপু (৪৮), ওবিন্না সানডে (৪০), এনওয়ান্না ইয়াং (৩৪), জেরেমিয়াহ চুকউদি এজেওবি (৩৪) ও স্টিফেন ওজিওমা ওবাইকোয়েজে (৩৪)। এর আগে সিআইডি প্রায় একই কায়দায় প্রতারণা করায় অভিযোগে গত ২রা জুলাই, তিন জন ও ২১শে জুলাই ১৩ জনকে গ্রেপ্তার করে।