You have reached your daily news limit

Please log in to continue


লরার ভিতরটা কেমন? দেখাল আমেরিকার হ্যারিকেন হান্টারের পোস্ট করা ভিডিয়ো

আমপান এসে লন্ডভন্ড করে দিয়েছিল পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এ রকমই প্রবল গতি সম্পন্ন হ্যারিকেন প্রতি বছর আছড়ে পড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। কিন্তু সেই বিধ্বংসী ঝড়ের ভিতরটা দেখতে কেমন? সেটাই সম্প্রতি সামনে এসেছে ‘হ্যারিকেন হান্টার’ নিক আন্ডারউডের সৌজন্যে। আমেরিকার ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিট্রেশনের সঙ্গে হ্যারিকেন চেজিং বিমানে করে গিয়েছিলেন হ্যারিকেন লরার ভিতর। সেই ঘটনার ভিডিয়ো তিনি বৃহস্পতিবার আপলোড করেছেন নিজের টুইটার হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো দেখে হ্যারিকেন নিয়ে উৎসাহিত হয়েছেন নেটাগরিকরা। বৃহস্পতিবার রাত একটা নাগাদ আমেরিকার লুইজিয়ানার উপকূলে আছড়ে পড়েছিল হ্যারিকেন লরা। প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেশি বেগের এই ঝড়ে বিপর্যস্ত লুইজিয়ানার বিস্তীর্ণ এলাকা। গাছ উপড়ে, বাড়ি ভাঙার পাশাপাশি ঝড়ের জেরে জলমগ্ন আমেরিকার ওই এলাকা। সেই ঝড়ের ভিতরই ঢুকে হ্যারিকেন সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন নিক। ভবিষ্যতে ঝড় সংক্রান্ত পূর্বাভাস তৈরির ক্ষেত্রে এই সমস্ত তথ্য কাজে লাগবে বলেই দুঃসাহসিক কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন নিক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন