নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া-আড়াইহাজার সদর পর্যন্ত ১১ কিমি সড়কটি যেন রীতিমতো মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে প্রায় পুরো সড়কজুড়েই ছোট-বড় খানাখন্দে ভরপুর। এতে যানবাহন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দিনের বেলায় যানবাহন কোনোরকম চলাচল করতে পারলেও, রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে দুর্ঘটনা হচ্ছে। এ ছাড়াও রাতে যানবাহনের ধীরগতির কারণে প্রায় সময় ডাকাতের কবলে পড়ছেন যাত্রীরা। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন উপজেলা সদরে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করছেন। সড়কের বিভিন্ন স্থানে গর্তে পানি জমে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। তবে উপজেলা এলজিইডি’র অফিস সূত্রে জানা গেছে, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সড়কের সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এরই মধ্যে সড়কটি টেন্ডার হয়েছে। মেসার্স ডলি কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের টেন্ডার পেয়েছে বলে জানা গেছে। সরজমিন গিয়ে দেখা গেছে, র্দীঘদিন ধরে সংস্কার না হওয়ায় বিপুল সংখ্যক মানুষের ভোগান্তি হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলার পূর্বাঞ্চলের কয়েকটি ইউনিয়নের প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ প্রতিদিন উপজেলা সদরে এ সড়ক দিয়ে যাতায়াত করছেন। সড়কের বিভিন্ন স্থানে গর্তে বৃষ্টির পানি জমে যেন মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। গর্তে গাড়ি উল্টে পড়ে যাচ্ছে। এতে অনেকেই আহত হয়েছেন। গর্তের কারণে যানচলাচলে ধীরগতির ফলে রাতে ডাকাতের কবলে পড়ছেন যাত্রীরা। এতে অনেকে সর্বস্বান্ত হচ্ছেন। উপজেলার জাঙ্গালিয়া এলাকার ব্যবসায়ী দ্বিনমুহাম্মদ বলেন, ‘আমাকে কোনো না কোনো কাজে প্রতিদিন আড়াইহাজার সদরে আসতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত রয়েছে। গর্তে পড়ে গাড়ির ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়েছি। খানাখন্দের কারণে মালবাহী গাড়ি আসতে চায় না। যারা আসেন ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।’ সিএনজিচালক মনির বলেন, ‘সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে গাড়ি চালাতে অনেক সমস্যা হচ্ছে। আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে। যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এতে প্রতিদিন গাড়ি মেরামতের কাজ করতে হচ্ছে।’ রিকশাচালক বিল্লাল হোসেন জানান, সড়কজুড়ে গর্ত থাকায় রিকশা চালাতে অনেক কষ্ট হচ্ছে। এতে আগের তুলনায় আয় কমে গেছে। এতে তার সংসার চালাতে বেগ পেতে হচ্ছে। দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন তিনি। আড়াইহাজার উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘টেন্ডার হয়ে গেছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু হবে।’