সময়ের সাথে তাল মিলিয়ে দেশে ই-বাণিজ্যের প্রসার ঘটাতে চায় সরকার। তাই কীভাবে ই-বাণিজ্যকে সময়োপযোগী নিয়ম-নীতির মধ্যে আনা যায় সে বিষয়ে উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে কাজ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্র জানায়, সম্প্রতি ডিজিটাল বাণিজ্যিক প্রতিষ্ঠান ই-ভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। এই পরিপ্রেক্ষিতে কিভাবে কীভাবে এই ধরনের ব্যবসাকে নিয়মের মধ্যে আনা যায় সে বিষয়ে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজেদের মধ্যে বৈঠক করে আলোচনা করা হয়েছে।