চলনবিলে তখন গভীররাত। বড় বড় পানির ঢেউ, কোথাও কোন বাড়ি ঘর নেই, নেই কোন আলো, জীবন ঝুঁকির সম্মুখে তারা ৪০ জন। ভেবেই নিয়েছিল তারা এ বিপদ কাটিয়ে উঠতে পারবেন না। এমনটাই মনে করছিলেন গভীর রাতে নাটোরের সিংড়ার চলনবিল অধ্যুষিত এলাকায় নৌকা ভ্রমণ করতে গিয়ে পথ হারানো নারী ও শিশুসহ ৪০ জন।
সকলের এই যখন অবস্থা তখন জীবন বাঁচাতে ৯৯৯ নম্বরে কল দেন তাদের মধ্য একজন পিয়াস সরকার। পরে নাটোর জেলা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চলনবিলে পথ হারানো ওই ভ্রমণ দলকে রাতভর অভিযান চালিয়ে গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্র নগর এলাকা থেকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।