বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার নাহিদকে (৩০) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শহরের শাকপালা এলাকায় গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নাহিদ বগুড়া সদর উপজেলার ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, ব্যাবসায়িক লেনদেনের টাকা দেয়ার কথা বলে নাহিদকে মঙ্গলবার রাতে ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায় একদল যুবক। এরপর সেখান থেকে শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।