‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর’জীবনান্দ দাশের কবিতার এই লাইনের যথার্থতা খুঁজে পেয়েছেন সবাই। শুধু যে দেশের মানুষই এই সবুজ শ্যামলা আর পাহাড় নদীর সৌন্দর্যে মুগ্ধ, তা কিন্তু নয়। বছরে হাজার হাজার বিদেশি পর্যটক আসে এদেশে। রাঙ্গামাটি, বান্দরবন অঞ্চলগুলো তার সবুজ পাহাড় আর ঝর্ণার অপার সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে। সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি।
পাহাড়ের বুকে সূর্যালোক, ভরা পূর্ণিমা রাতে হ্রদের পানিতে মৃদু ঢেউয়ের ওপর জোছনার ঝলকানি আর গিরি নির্ঝর ঝর্ণার রূপমাধুরী দেখেনি যে, সে যেন অপরূপ পাহাড়ি অরণ্যের জনপদ রাঙামাটি দেখেনি। এলোমেলো সারিতে সাজানো উঁচু-নিচু ছোট-বড় অসংখ্য পাহাড়ের সমাবেশ। এসব নিয়েই পাহাড়ি জনপদ রাঙামাটি। যেদিকেই তাকাবেন যেন শৈল্পিক আঁকা দৃশ্য।