মীরসরাইয়ে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

দৈনিক আজাদী প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১০:৩৭

মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে একটি নির্মাণাধীন বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে ইউনিয়নের পশ্চিম ছত্তরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক মোশাররফ হোসেন করেরহাট বাজারের তরকারি ব্যবসায়ী। তিনি জানান, রাত সোয়া তিনটার দিকে মুখোশ পরিহিত ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দেয়াল টপকে দ্বিতীয় তলায় ঢুকে পড়ে। এ সময় ৩ জন নির্মাণ শ্রমিকের হাত পা বেঁধে তাদের মোবাইল ছিনিয়ে নেয়া হয়। এরপর নিচতলায় মোশাররফ হোসেনের ঘরে ঢুকে দলটি। এ সময় প্রথমে মোশাররফ হোসেন, তার স্ত্রী ছালেহা বেগম মনি ও মেয়েদের হাত পা বেঁধে মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে আলমারিতে রাখা নগদ ৭ লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় তারা। মোশাররফ হোসেনের এক ভাড়াটিয়ার ঘরেও ডাকাতি হয়েছে। সব মিলিয়ে ডাকাতদল প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us