রাজশাহীর মোহনপুরে স্ত্রী রসিদা বিবিকে (৪৫) হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মোহনপুরের তশোপাড়া এলাকার মৃত জাদবের ছেলে আবদুর রহমান (৫০)। এই মামলায় আসামি আবদুর রহমানের ভাই রমজান আলীর (৫৫) বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করে আদালত। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আকবর আলী শেখ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া আসামি আবদুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৭ই অক্টোবর বিকেল ৫টার পর থেকে ১৯শে অক্টোবর সকাল সাড়ে ৫টার মধ্যে যে কোন সময় হত্যার উদ্দেশ্যে রসিদা বিবির মাথায় শক্ত বস্তার দ্বারা একাধিক আঘাত করা হয়। পরে মৃত্যু হলে তার লাশ পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত আসামি আবদুর রহমান তার স্ত্রী রসিদাকে কোনরূপ উত্তেজনা ও প্ররোচনা ছাড়া ঠাণ্ডা মাথায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। এই ঘটনায় নিহতের ভাই মনসুর রহমান বাদি হয়ে মোহনপুর থাকায় মামলা দায়ের করেন। এই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন মামলা আদালতে চলা পরে সোমবার এই রায় ঘোষণা করা হয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- রাজশাহীর বিশেষ পিপি মকবুল হোসেন খান। এছাড়া আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমজাদ হোসেন। রায় ঘোষণার পরে আসামিকে জেল হাজতে নিতে যায় পুলিশ।