বোয়ালমারীতে রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

মানবজমিন প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ০০:০০

এটা কোনো ফসলি জমি নয়, বা কোনো ইরি-বোরো ধানের ক্ষেতও নয়। এটা হলো ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দার মোড় সংলগ্ন বটতলা থেকে পশ্চিম দিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন এর বাড়ি যাওয়ার রাস্তা। সামান্য বৃষ্টি হলেই প্রচণ্ড কাদাপানির সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটেই চলা যায় না। এ রাস্তা নিয়ে এলাকাবাসীর যেন দুর্ভোগের সীমা নেই। চরম দুর্ভোগে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী রাস্তায় ইরি-বোরো ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। জানা গেছে, ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান এই রাস্তায় সরজমিন গিয়ে অগ্রাধিকার ভিত্তিতে পাকাকরণের উদ্যোগ গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তারপর থেকে অগ্রগতি শুরু হলেও পরবর্তীতে কেউ আর খোঁজখবর ও গুরুত্ব না দেয়ায় রাস্তাটি পাকাকরণে ধীরগতির সৃষ্টি হয়। এলাকার শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মকিবুল ইসলাম বাবলু জানান, এলাকার মানুষ এ রাস্তা দিয়ে চলতে পারে না তাই প্রতিবাদস্বরূপ গত রোববার প্রায় দুই শত মিটার রাস্তা জুড়ে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এ ব্যাপারে শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্লা সাংবাদিকদের জানান, এ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার। তার মধ্যে এক কিলোমিটার রাস্তা এইচবিবিকরণের টেন্ডার প্রক্রিয়া সম্পর্ণ হয়ে ঠিকাদার নিয়োগও হয়েছিল, কিন্তু ঠিকাদার জেলে থাকায় কাজ বন্ধ রয়েছে । নতুন করে টেন্ডারের পর কাজ শুরু হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us