ফিলিপাইনে দুই দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে শক্তিশালী এসব বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শাখা সংগঠন আবু সায়াফ নিয়ন্ত্রিত এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ-সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী যৌথ টাস্ক ফোর্সের মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পেয়ট বলেন, জোলো দ্বীপের টাউন প্লাজায় দুপুরের দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে পাঁচ সেনা এবং চার বেসামরিক নিহত হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের মানবিক সহায়তা কার্যক্রমের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই কর্মসূচিতে স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের সহায়তা দিচ্ছিলেন সেনাবাহিনীর সদস্যরা