উপনির্বাচনে প্রার্থী হতে আ.লীগ নেতাদের ‘হুড়োহুড়ি’, ঢাকা–১৮ চান ৫৬ জন
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ২২:৫২
উপনির্বাচনে প্রার্থী হতে অনেকটাই ‘হুমড়ি’ খেয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতারা। দেশের পাঁচটি আসনের উপনির্বাচনে ১৪১ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। প্রতি আসনে গড়ে আগ্রহী প্রার্থী ২৮ জন। সাম্প্রতিক সময়ে উপনির্বাচন, এমনকি গত জাতীয় নির্বাচনেও এত আগ্রহী ছিল না।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, আগামীকাল সোমবার দলীয় মনোনয়ন বোর্ডের বৈঠক হবে। তবে অধিকাংশ সদস্য বয়োজ্যেষ্ঠ হওয়ায় করোনাকালে তাঁদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। ফলে অল্প কয়েকজন নিয়েই হয়তো বৈঠক হবে। বাকিদের মতামত ফোনে নেওয়া কিংবা ভিডিও কলের মাধ্যমে যুক্ত করা হতে পারে। গতকাল রোববার গোয়েন্দা সংস্থার কাছ থেকেও দলের প্রার্থীদের বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা।