জোয়ারের পানিতে তলিয়ে যায় বাজার, ভাটায় জেগে ওঠে। এমন অবস্থা চলছে নড়াইলের কালিয়া উপজেলার ১০০ বছরের পুরানো পেড়লী বাজারে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই বাজারের ব্যবসায়ীসহ সাধারণ জনগণ। এই সমস্যা সমাধানে নদী তীরে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।