মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কারবালা মাহফিল শুরু
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ০৫:৫৩
.tdi_2_012.td-a-rec-img{text-align:left}.tdi_2_012.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে দশদিনব্যাপী আহলে বায়তে রাসূল (দঃ) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল। সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে প্রথম দিন ১ মহররম ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ থেকে শুরু হয় মাহফিল। এতে প্রধান আলোচক ছিলেন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম রেজবী। আলোচক ছিলেন খতিব মাওলানা সৈয়দ ইউনুছ রজবী, খতিব মাওলানা বশিরুল আলম, খতিব মাওলানা আবু জাফর মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহররম মাসে ইসলামের ইতিহাসে এই মাসে স্মরণীয় নানান ঘটনা রয়েছে। এই মাসে কিছু মহিমান্বিত রজনী রয়েছে। এই মাসের ইবাদতের তাৎপর্যও অনেক বেশি। তাইতো আরবি প্রথম মাস মহররমকে আরো তাৎপর্যপূর্ণ করতে আমাদের এই আয়োজন। আমরা বাংলা নববর্ষ ও ইংরেজি নববর্ষ পালন করি। একইভাবে আরো গুরুত্ব দিয়ে পালন করা উচিত এই মহররমকেও। মনে রাখতে হবে ধর্মীয় সংস্কৃতি যত বেশি চর্চা থাকবে তত বেশি অপসংস্কৃতি হ্রাস পাবে। বর্তমান যুব সমাজকে নানাভাবে অনৈতিক-অবক্ষয় থেকে দূরে রাখতে ধর্মীয় অনুশাসন ও সংস্কৃতি চর্চা খুবই গুরুত্বপূর্ণ। প্রেস বিজ্ঞপ্তি।.tdi_3_4b2.td-a-rec-img{text-align:left}.tdi_3_4b2.td-a-rec-img img{margin:0 auto 0 0} (adsbygoogle = window.adsbygoogle || []).push({});