মলদ্বারের দেয়ালের পাতলা প্রথম আস্তর ফেটে বা ছিঁড়ে যখন ক্ষতের সৃষ্টি হয়, সেই ক্ষতকে এনালফিশার বলা হয়। মলত্যাগের সময় যখন শক্ত বা বড় আকারের মল পায়ুপথ দিয়ে বেরিয়ে আসে, তখন ক্ষতের সৃষ্টি হয়ে এনালফিশারের সূচনা করে।