নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকার কুণ্ড’র ইটভাটার পাশ থেকে একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সকাল ৭টার দিকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে লাশটি উদ্ধার করে এবং পরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। মৃত ওই (অব.) পুলিশ সদস্যের নাম জাবেদ আলী (৬৫)। তিনি মেহেরপুর জেলার ঝাউগাড়িয়া এলাকার মৃত কবির খানের ছেলে। মৃতের ছেলে শরিফ হাসান জানান, তার বাবা চাকরি থেকে অবসর নেয়ার পর দুইটি ট্রাক কিনে তা ভাড়ায় খাটাতো ও দেখভাল করতো। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় সর্বশেষ তার বাবা জানায়, ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে তিনি ফিরছেন। এরপর সন্ধ্যার পর থেকে বাবার ফোন বন্ধ পাওয়া যায়। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জাহিদ আলী জানান, সকালে ইটভাটার পাশে লাশটি পড়ে আছে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করা হয় ও পরিচয় নিশ্চিত করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে কান দিয়ে রক্ত পড়ার দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয় এবং তাকে বহন করা পরিবহনের চালক বা হেলপার রাতের কোনো এক সময় তাকে ইটভাটার পাশে ফেলে রেখে যায়। পুলিশ কর্মকর্তা আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।