You have reached your daily news limit

Please log in to continue


ভারতে আবারও পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী

ভারতে আবারও পরমাণু বোমা হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ। প্রধানমন্ত্রী ইমরান খানের অন্যতম ঘনিষ্ঠ এই মন্ত্রী বলেছেন, ‘ভারতের সঙ্গে এবার আর প্রথাগত যুদ্ধ হবে না। সরাসরি পরমাণু যুদ্ধ হবে।' যদিও এর আগে, গত সেপ্টেম্বরেও এমন হুমকি দিয়েছিলেন তিনি। সামা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ রশিদ স্বীকার করেছেন যে, প্রচলিত যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর চেয়ে অনেক বেশি উন্নত। অতএব, পাকিস্তান ক্ষুদ্রতর পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছে। শেখ রশিদ বলেন, 'পাকিস্তানের হাতে ১২৫ গ্রাম ও ২৫০ গ্রাম ওজনের ক্ষুদ্র পরমাণু বোমা রয়েছে। সেই পরমাণু বোমার নিশানা হতে পারে আসাম পর্যন্ত।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন