বিশ্বে সামরিক শক্তিতে তেহরান ১৪তম বলে জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, গত পাঁচ বছরে ইরান সামরিক শক্তিতে ২৩ নম্বর থেকে ১৪ নম্বরে এসেছে। এ খবর জানিয়েছে ইরনা। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা দিবসে এ কথা বলেন হাসান রুহানি। ভার্চুয়াল ভাষণে রুহানি বলেন, ইরান সম্প্রতি প্রতিরক্ষায় বেশ সাফল্য অর্জন করেছে। ইরান একের পর এক প্রতিরক্ষা শিল্পে উন্নতি করছে। এ ছাড়া রাডার ও ড্রোনের উন্নতির কথা তুলে ধরেন ইরানি প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্রের প্রসংশা করে তিনি বলেন, ভূমধ্যসাগরীয় উপাসগরে ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ইউএস আরকিউ-৪ ড্রোন ধ্বংস করেছিল।