সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে তরজা বলিউডের আঙিনা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্রের রাজনীতিতেও। সুশান্ত মামলায় বুধবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মহারাষ্ট্র সরকারের কাছে ধাক্কা বলে মনে করা হচ্ছে। কারণ প্রথম থেকেই সুশান্তের আত্মহত্যার তত্ত্বেই শিলমোহর দিতে চেয়েছে শিবসেনা।
বৃহস্পতিবার এই বিষয়ে ট্যুইট করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ার। তিনি বলেন, 'আশা করি এই তদন্তকে পরিচালনা করা হবে না। এবং এই তদন্ত অমীমাংসিত থাকবে না।' এই বিষয়ে ২০১৩-য় যুক্তিবাদী নরেন্দ্র দাভোলকরের হত্যায় সিবিআই তদন্তের কথা উল্লেখ করেন তিনি।