কুয়েতের দেওয়া তথ্যে বাংলাদেশে গ্রেপ্তার মানবপাচারকারী
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২০, ২৩:০৫
৩০ বছর আগে কুয়েতে গিয়েছিলেন আমির হোসেন। (আসল নাম সিরাজ উদ্দিন।) গিয়েই শুরু করেন মানবপাচারের কাজ। সেই অভিযোগে কুয়েতের একটি আদালত তাঁর তিন বছর সাজাও দিয়েছেন। কিন্তু তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে করোনাকালের মধ্যে বাংলাদেশে পালিয়ে আসেন। কুয়েতের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গত রোববার নরসিংদীর মাধবদী থানার আমদিয়া গ্রাম থেকে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আমির হোসেনকে গ্রেপ্তার করে। বিষয়টি আজ বুধবার রাতে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো.