রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনস্বার্থে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) ১৭টি টাগবোট সংগ্রহের প্রস্তাব করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার (সিসিইএ) বৈঠকে এ প্রস্তাব দেয়া হয়েছে।বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে বিআইডব্লিউটিএর ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষাঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ-২ (লট-১ ও লট-২) এর আওতায় ১৭টি টাগবোট সংগ্রহের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণের প্রস্তাব করে নৌপরিবহন মন্ত্রণালয়।