বিএনপি-জামায়াত সম্পর্ক নিয়ে আবারও জোরালো প্রশ্ন উঠেছে রাজনীতিতে। খোদ বিএনপির নীতি-নির্ধারকদের মধ্যে জামায়াতসঙ্গ নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিএনপি-জামায়াত সম্পর্ক ভেঙে যাচ্ছে নাকি টিকে যাচ্ছে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বারবার আলোচনা উঠলেও সহসাই বিএনপি তার ২০ দলীয় জোটসঙ্গী জামায়াতকে ছাড়ছে না বলে বিভিন্ন সূত্রে আভাস মিলেছে।
আদর্শিক মিল না থাকলেও দুই দশক ধরে জামায়াতের সঙ্গে জোট গড়ে একই ধারার রাজনীতি করে আসছে বিএনপি। জোট গড়ে একবার সরকার গঠন করলেও গত প্রায় ৭-৮ বছর ধরে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ছিন্নের আলোচনা উঠেছে।
২০১২ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভারত সফরের সময় জামায়াতের সঙ্গে দলটির সম্পর্ক ছিন্ন হচ্ছে বলে জোর আলোচনা উঠেছিল। সেসময় বিভিন্ন সূত্র বলেছিল, ভারত বিএনপিকে জামায়াত ও মৌলবাদী শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিয়েছিল। ঠিক ওই সময়টায় দুই দলের মধ্যে সম্পর্ক ছিন্ন হচ্ছে বলে জোর আলাপ উঠলেও কার্যত তা আর হয়নি। বরং ঐক্যবদ্ধভাবে ২০১৪ সালের নির্বাচন বর্জন করে বিএনপি-জামায়াত।