মধ্যপ্রদেশে সরকারি চাকরি পাবে কেবলমাত্র স্থানীয়রাই, ঘোষণা শিবরাজের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৮:৫৫

মধ্যপ্রদেশে সরকারি চাকরিতে কেবলমাত্র সুযোগ মিলবে স্থানীয় বাসিন্দাদেরই। ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। মঙ্গলবার রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘোষণা করে শিবরাজ জানিয়েছেন, এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। যদিও অতিমারির আবহে দেশ জুড়েই যখন কর্মসংস্থানের সঙ্কট দেখা দিয়েছে, সে সময় মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি, রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে কটাক্ষ করতে ছাড়েননি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ।

এ দিন একটি ভিডিয়ো বার্তায় সরকারের সিদ্ধান্ত জানিয়ে শিবরাজ সিংহ চৌহান বলেন, “আজ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে মধ্যপ্রদেশ সরকার। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করব, যাতে মধ্যপ্রদেশের সমস্ত সরকারি চাকরিতে শুধুমাত্র এ রাজ্যের যুবসম্প্রদায়ের প্রতিনিধিরাই সুযোগ পান।” সেই সঙ্গে তাঁর মন্তব্য, “মধ্যপ্রদেশের সম্পদের উপরে কেবলমাত্র এ রাজ্যের ভূমিপুত্রদেরই অধিকার রয়েছে।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us