তিন কিশোর হত্যার ময়নাতদন্ত রিপোর্ট পুলিশে হস্তান্তর
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২০, ১৬:৩২
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নিহত তিন কিশোরের ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়া হয়েছে। সোমবার রাতে যশোরের সিভিল সার্জনের মাধ্যমে রিপোর্টটি পুলিশ সুপারের কাছে পৌঁছে দেওয়া হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলিপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, '১৭ আগস্ট দুপুরে ময়নাতদন্তের রিপোর্ট সিভিল সার্জনের কাছে পৌঁছে দেওয়া হয়।' তিন কিশোরের মৃত্যুর ব্যাপারে তিনি বলেন, 'মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পায়ে, পিঠে ও মাথায় আঘাতের কারণে জখম হয়।'